Nilkanto SutraDhar |
,,,,,,,,,,,,মরণব্যাধি করোনা,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বিশ্বমাঝে করোনা ভাইরাস, ছোয়ছে এক রোগের নাম।
প্রাণ-ঘাতি এক মরণ, চিতাতে যার সমাধান।।
সর্দি-কাশি গলায় ব্যাথা, এই হলো তার সুত্র কথা
মাথায় ব্যাথা বুকে ব্যাথা, ব্যাথায় ব্যাথায় যাবে প্রাণ।।
যার শরীরে এই রোগ আছে, যাওয়া যায় না তারই কাছে,
পাশাপাশি যে রইয়াছে তাতেই করে অবস্থান।।
যাবে যদি ঘরের বাইরে, মাস্ক পর যতন করে।
হাতে হাত নয় দুরে দুরে, জোড় হাতে কর সম্মান।।
জরুরি কাজ জরুরি কর, তাড়াতাড়ি বাড়ি ফিরো।
নিজের জিনিস নিজেই ধর, নিজেই কর অবসান।।
পরিস্কার পরিচ্ছন্নতা, রোগ-নিরাময় আসল কথা।
আতর গোলাপ চন্দন মাখা, ঘর বানাও ফুলের বাগান।।
আপনে আজ আপন চিন, বিধি বাক্য কর মান্য।
পূরাণ- কোরআন কর মান্য, গুজবে দিও না কান।
0 Comments
Please do not enter any spam link in the comment box.