ছবিতে ‘বর্ণ বৈষম্য’: নিজেই তদন্ত শুরু করেছে টুইটার

 


কখনও কখনও টুইটারের ছবি-কাটার অ্যালগরিদম কৃষ্ণাঙ্গ চেহারার চেয়ে শেতাঙ্গ চেহারাকে প্রাধান্য দেয় বলে জানতে পেরেছেন গ্রাহক। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে টুইটার।

বিবিসি’র প্রতিবেদন বলছে, একই পোস্টে যদি একটি কৃষ্ণাঙ্গ চেহারা এবং একটি শেতাঙ্গ চেহারা থাকে, টুইটার প্রায়ই মোবাইলে শুধু শ্বেতাঙ্গ চেহারা দেখায়, যে বিষয়টি গ্রাহকরা লক্ষ্য করেছেন।

এদিকে টুইটার দাবি করেছে, অ্যালগরিদম বানানোর সময় বর্ণ এবং লিঙ্গ বৈষম্য পরীক্ষা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, “আমাদের যে আরও বিশ্লেষণ করতে হবে সে বিষয়টি স্পষ্ট।”

টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পরাগ আগারওয়াল এক টুইট পোস্টে বলেছেন, “আমরা যখনই আমাদের মডেলটি চালু করেছি তখনই এর বিশ্লেষণা করেছি - তবে এতে নিয়মিত উন্নতি দরকার।”

বিষয়টি নিয়ে সমালোচনার শুরু ভ্যাঙ্কুভারের এক ইউনিভার্সিটি ব্যবস্থাপক কলিন ম্যাডল্যান্ড থেকে। ভিডিওকনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহারের সময় জুমে এক সহকর্মীর মাথা গায়েব হয়ে যাচ্ছিলো। বিষয়টি ঠিক করার চেষ্টা করছিলেন ম্যাডল্যান্ড।

সমাধান পেতে বিষয়টি টুইটারে পোস্ট করেন ম্যাডল্যান্ড। তখন কলিন দেখতে পান বারবারই সহকর্মীর বদলে নিজের ছবি বাছাই করছিলো টুইটার। ছবির ক্রম উলটে দিলেও একই ফলাফল দিচ্ছিলো টুইটার।

কলিনের এই পোস্টের পর এ ধরনের আরও বেশ কিছু ঘটনা সামনে এসেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বদলে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেলকে বাছাই করেছে টুইটার, এমন ঘটনাও ঘটেছে।

সমালোচনার জবাবে টুইটারে প্রধান নকশাবিদ ডান্তলে ডেভিস বলেন, “আমি জানি আমার ওপর দোষারোপ করাটা মজার, কিন্তু আমিও সবার মতোই বিরক্ত। আমি এটি ঠিক করার মতো অবস্থানে রয়েছি। এটি একশ’ ভাগ আমাদের ভুল। কারও অন্য কিছু বলা উচিত নয়।”

Post a Comment

0 Comments